Approved by the Government of the People's Republic of Bangladesh Gov. Reg. No. S-1934
Center For The Enforcement of Human Rights and Legal Aid
এর রেজিস্ট্রেশনের শর্ত সমূহ
১.অবশ্যই মানবিকতা সম্পন্ন হতে হবে স্বেচ্ছাসেবী মানসিকতা সম্পন্ন হতে হবে।
২.ন্যূনতম এসএসসি পাস হতে হবে,তবে ভালো মনের ও উন্নত মানের সংগঠক হলে বা সংস্থার প্রতি আন্তরিকতা সম্পন্ন হলে সে ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা শিথিল যোগ্য।
৩.জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং নাগরিক সনদের কপি জমা দিতে হবে.
৪.সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং নমিনির এক কপি ছবি।
৫.নমিনির এক কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৬.কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক নির্ধারিত ১৫৮০ টাকা জমা দিতে হবে. শর্ত প্রযোজ্য.
৭.সংস্থার গঠনতন্ত্র মেনে চলার মানসিকতা থাকতে হবে.
বিঃদ্রঃ:- ওয়েবসাইটের মাধ্যমে সকল মানবাধিকার কর্মীর তথ্য সংরক্ষণ করে। আইডি নম্বর প্রদান করা হবে। সংস্থার পক্ষ থেকে সকল সদস্যদের কে আইডি কার্ড সংস্থার নামাঙ্কিত ফিতা ও মানবাধিকার সদস্য সার্টিফিকেট দেয়া হবে।
cehrla1934@gmail.com